ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ঝিনাইদহঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঝিনাইদহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে দায়েরকৃত দুইটি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ায়, তার দ্বারা উপ জেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী। এই মর্মে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ {উপজেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত} এর ১৩খ ধারা অনুসারে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: তনুর ডিএনএ প্রতিবেদন মঙ্গলবার দেওয়া হবে

/এআর/