বাগেরহাটে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আইন-আদালতবাগেরহাটে মাকে হত্যার দায়ে সৎ ছেলে ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন। একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ৫ জুলাই মাদকাসক্ত অবস্থায় ফারুক শেখ সৎ মা হাসিনা বেগমকে (৫০) কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ফারুক শেখকে ধরে পুলিশে সোপর্দ করে। পরের দিন (৬ জুলাই) নিহতের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

পরে ফারুক শেখ হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বাগেরহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ফারুক শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

আরও পড়ুন:
তনুর বাবাকে গাড়িচাপায় হত্যার চেষ্টা!

/বিটি/