যশোরে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত

যশোরযশোর-মাগুরা সড়কের বন্দবিলা পুলেরহাট এলাকয় যাত্রীবাহী বাস ও গরুবাহী করিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় করিমনে থাকা চারটি গরু মারা গেছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  বাঘারপাড়া থানার ওসি ছয়েরউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি এলাকার ইছাহক (৬০) ও তার ভাই লাল্টু (৪০)।
নিহত ইসহাকের মেয়ে রোজিনা জানান, তার বাবা ইসহাক ও চাচা লাল্টু  যশোর থেকে ৪টি গরু নিয়ে করিমনে মাগুরা যাচ্ছিলেন। পথিমধ্যে যশোরমুখী   একটি যাত্রীবাহী বাস করিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

এসআই মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে চারটি গরুও মারা যায়। নিহতদের মধ্যে লাল্টুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল এবং ইছাহকের মরদেহ শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় হকার নিহত 

/এআর/