খুলনায় বিসিএস’র ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলাকালে খুলনায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে একজন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো.শায়খুল ইসলাম। শুক্রবার খুলনার নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এ অভিযান পরিচালনা করেন।Khulna-Pic-1-(30-09-16)

শায়খুল মাগুরা জেলা সদরের মো.ফরিদুর রহমানের ছেলে।

খুলনা জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,ভুয়া পরীক্ষার্থী গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড দেন। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৩ (ক, খ) ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়াস উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পিএসআই নাসির উদ্দিন মোল্যাসহ খালিশপুর থানা পুলিশের একটি দল ও পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

/এআর/