খুবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে আবেদন পড়েছে ৩৭টি

খুলনা বিশ্ববিদ্যালয়খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (২০১৬-১৭) ভর্তি পরীক্ষায় ১২১১টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৭৪১টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ, এবার প্রতিটি আসনের জন্য ৩৭ শিক্ষার্থী আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ('ই' ইউনিট) ১৩৩৬৫টি, জীববিজ্ঞান স্কুলে (এল) ১২৬৪০টি, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে (বি) ৩১৭৫টি, কলা ও মানবিক স্কুলে (এ) ৫৭৬৯টি, সামাজিক বিজ্ঞান স্কুলে (এস) ৫৬২৭টি, আইন স্কুলে ৩২৬৩টি ও চারুকলা ইনস্টিটিউটে (এফ) ৯০২টিসহ মোট ৪৪৭৪১টি আবেদন জমা পড়েছে।

ভর্তি পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীদের তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে। ৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমাজবিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা হবে। আর ৫ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে আইন স্কুলের ভর্তি পরীক্ষা।

/এআরএল/

আরও পড়ুন: 

ফেসবুকে নারী পুলিশের ভুয়া পেজ!