অবৈধ পথে ভারত গিয়ে ফেরার সময় আটক ৪৯ বাংলাদেশি

অবৈধ পথে ভারত গিয়ে ফেরার সময় আটক ৪৯ বাংলাদেশিযশোরের বেনাপোলে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৭ শিশুসহ ৪৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে দালালদের দেওয়া অর্ধশত স্লিপ (টোকেন) উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার এএসআই  আশরাফ ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। তিনি জানান,আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে ৩১ পুরুষ ও ১১ নারী রয়েছে। তাদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, বাগেরহাট ও ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায়।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ-হীল-ওয়াফি জানান, কাজের সন্ধানে, চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন কাজে সীমান্তের অবৈধ পথে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। বৃহস্পতিবার ভোরে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে। 

/এমডিপি/