খুলনায় হতদরিদ্রের ১৬ বস্তা চালসহ দুটি ইজিবাইক জব্দ

খুলনাখুলনা মহানগরীর মুজগুন্নী বাস্তুহারা এলাকা থেকে হতদরিদ্রদের জন্য দেওয়া ১০ টাকা কেজি মূল্যের ১৬ বস্তা চালসহ দুটি ইজিবাইক জব্দ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পাচারে চেষ্টার সময় ইজিবাইকসহ ওই চাল জব্দ করে স্থানীয়রা। এ সময় দুজন ধরা পড়লেও পুলিশ কৌশলে তাদেরকে ছেড়ে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করে। তবে পুলিশ ১৬ বস্তা চালসহ দুটি ইজিবাইক জব্দ করার কথা স্বীকার করেছেন। পাশাপাশি ইজিবাইক চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, রবিবার রাত পৌনে ৮টার দিকে আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সামনে দিয়ে চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুটি ইজিবাইক জব্দ করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ টাকা কেজি মূলের ১৬ বস্তা চালসহ ইজিবাইক দুটি থানায় নিয়ে আসে। ইজিবাইক চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে চালের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
খালিশপুর থানার এএসআই মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন প্রথমে তার কাছে দুজনকে হস্তান্তর করেছিল। ঘটনাস্থলেই যাচাই-বাছাই করে জানা যায়, ওই দুজন চাল বহনের শ্রমিক ছিল। এরপর তাদেরকে ওই জনতার কাছেই দিয়ে দেওয়া হয়।

খালিশপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক বাবলু জানান, রবিবার সন্ধ্যার পর ওই এলাকা থেকে দুটি ইজিবাইকে করে ১০ টাকা কেজির চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালসহ দুজনকে ধরে ফেলে। এ ঘটনার পর খালিশপুর থানার এএসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে দুজনকে নিয়ে যায়। ১০ মিনিট পর ওই পুলিশই আবার ঘটনাস্থলে ফিরে আসে এবং ঘটনাটি জানতে চায়। এ সময় তিনি দুজনকে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এরপর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা এ ঘটনার বিচার দাবি ও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করে। পরে খালিশপুর থানার এসআই সুজিত কুমার ঘটনাস্থলে আসেন এবং চালসহ দুটি ইজিবাইক ও চালকদের থানায় নিয়ে যান। বিক্ষোভ প্রদর্শণকালে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দুলাল আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি খান নুরুজ্জামান, খারিশপুর থানা আওয়ামী লীগ নেতা জুয়েল হোসেন বিপু, ৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা বেগমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

/এআর/