মিষ্টি খাইয়ে সর্বস্ব লুট!

 

যশোরযশোরের শার্শায় মিষ্টি খাইয়ে একটি বাড়ির গৃহকর্তাসহ পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে এক প্রতারক চক্র। মঙ্গলবার রাতে যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার সকালে তাদের উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে রয়েছেন- বাড়ির মালিক বজলুর রহমান (৪৫), তার স্ত্রী শাহানারা বেগম (৩৫), মেয়ে শিখা খাতুন (২২), মেয়ের জামাই জিল্লুর রহমান (২৮) ও নাতনি মিম (৫)।
প্রতিবেশী মিজানুর রহমান জানান, অপরিচিত এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় তার স্ত্রী অসুস্থ এমন কথা বলে বজলুর রহমানের বাড়িতে আশ্রয় নেয়। পরে তারা প্রতারণার আশ্রয় নিয়ে বাড়ির মালিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। মঙ্গলবার বিকালে বাজার থেকে মিষ্টি এনে রাতে সবাইকে খেতে দেয়। ওই মিষ্টি খেয়ে বাড়ির সবাই জ্ঞান হারিয়ে ফেলার পর আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে।

বজলুর রহমানের ছেলে তুহিন জানান, তিনি ঢাকায় চাকরি করেন। সোমবার বিকালে অজ্ঞাত এক নম্বর থেকে ওই চক্রের সদস্যরা তার সঙ্গে কথা বলে। তাকে একটি ভালো চাকরি দেওয়ার কথা বলে বাড়িতে আসতে বলে। বাড়িতে আসার পর সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় সে। বাড়ির সবাইকে শার্শা উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলার বাঁগআচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শরিফ হাবিবুর রহমান জানান, অপরাধীদের খোঁজ-খবর রাখা হচ্ছে। সন্ধান পেলে তাদের আইনের আওতায় আনা হবে।

/এআর/