বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ কথিত সন্ত্রাসী নিহত

বন্দুকযুদ্ধবাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সদর উপজেলার রাখালগাছিতে শনিবার দিনগত রাত দেড়টার দিকে এই বন্দুকযুদ্ধ হয় বলেও জানান তারা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  

বাগেরগাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, জেএমবি'র সদস্যরা গোপন বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। প্রায় আধাঘন্টা বন্দুকযুদ্ধ চলার এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে সেখান থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে জেএমবি সদস্য দাবি করলেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। আট থেকে ১০ জন সন্ত্রাসী পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি শুটারগান, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, সজীব বিশ্বাস, মো. রুবেল ও টিপু সুলতান।

এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পৃথক তিনটি মামলা করেছেন।

আরও পড়ুন- 

আইভীর জয়ের পথে সাখাওয়াত ফ্যাক্টর নয়!
বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল

/এফএস/