কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল

District Council Electionকুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মহসিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রিটার্নিং অফিসার ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান তার মনোনয়নপত্র বাতিল করেন। এছাড়া হলফনামায় স্বাক্ষর ও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় সংরক্ষিত ওয়ার্ডে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাদ পড়েছে। চেয়ারম্যান পদে বিএনপি ও সমমনা দল সমর্থিত কোনও প্রার্থী নির্বাচনে অংশ না নিলেও মহাজোটের শরিক আওয়ামী লীগ ও জাসদ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে প্রথম দিনে যাচাই বাছাইয়ে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

প্রসঙ্গত, এবার কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ছাড়াও ১৫টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৫১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন:

জেলা পরিষদ নির্বাচন: বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল 

/বিটি/