ভারতের ভিসা নিতে দেশের কোথাও ই-টোকেন লাগবে না: শ্রিংলা

Jessore Indian Visa Center Opening Pic 11.01.17ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, ভারতীয় ভিসা প্রাপ্তির জন্য ঢাকায় এখন আর ই-টোকেন লাগে না। চলতি বছরের মধ্যে যশোরসহ দেশের কোথাও ই-টোকেন লাগবে না। একইসঙ্গে খুলনা-কলকাতা ট্রেন দ্রুত চালু হবে এবং যশোরে স্টপেজ হবে।

বুধবার সন্ধ্যায় যশোর ভিসা কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গত ২০ ডিসেম্বর যশোর ভিসা কেন্দ্র কার্যক্রম শুরু হয়। তবে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার সন্ধ্যায়। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আন্তর্জাতিক বিভাগের চিফ জেনারেল ম্যানেজার সুজিত কুমার ভার্মাসহ যশোর জেলা প্রশাসন ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তারা। 

উদ্বোধনী অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ২০১৬ সালে নেওয়া ভ্রমণ টিকিটের মাধ্যমে ভিসা গ্রহণ স্কিম সফল হয়েছে। ১ জানুয়ারি থেকে ওই স্কিম আরও বর্ধিত করা হয়েছে। ঢাকার বাইরে এই স্কিমটি দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

উদ্বোধন শেষে ১০ জন ভিসা গ্রহীতাকে ভিসাসহ পাসপোর্ট প্রদান করেন অতিথিরা।

আরও পড়ুন:

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সম্পর্ক চিরদিন থাকবে: শ্রিংলা

/বিটি/