বাগেরহাট অনেক বেশি পর্যটন সম্ভাবনাময়: অর্থমন্ত্রী

কৃষিনির্ভর বাগেরহাট এখন অনেক বেশি পর্যটন সম্ভাবনাময়, এখানে পর্যটনের জন্য কিছু করা যেতে পারে, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রবিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে তিনি এ কথা বলেন।

বাগেরহাটের পিসি কলেজ পরিদর্শনে অর্থমন্ত্রীঅর্থমন্ত্রী বলেন, ‘বাগেরহাট বিশ্ব ঐতিহ্যের শহর, এখানে রয়েছে খান জাহান আলীর (রহ.) মাজার। তিনি একদিকে ছিলেন শাসক, অন্যদিকে ছিলেন আধ্যাত্মিক নেতা। তার নির্মিত ষাটগম্বুজ মসজিদ বিশ্বের অন্যতম সুন্দর একটি প্রাচীনতম মসজিদ। ষাটগম্বুজ ও সুন্দরবনকে ঘিরে এই এলাকায় পর্যটন শিল্প বিকশিত হতে পারে।’

বাগেরহাট জেলা কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘মাছের জন্যও কম বিখ্যাত নয় এ জেলা। এখানে আগে থেকেই খুব ভালো মাছ পাওয়া যায়। এ অঞ্চলে এখন অনেক বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে যা, এখানকার অর্থনীতিকে গতিশীল করবে।’

বর্তমান সরকারের সময়ে মংলা বন্দরের অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্দর হিসাবে মংলার উন্নতি হচ্ছে। মংলা বন্দর একসময় দূরবস্থায় পড়ে গিয়েছিলো। আমাদের সময়ে আবারও বন্দর অগ্রযাত্রার ধারায় ফেরায় আমি খুশি।’

এর আগে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত হেলিকপ্টারযোগে বাগেরহাটের রামপালে আসেন। সেখানে তিনি বাস্তবায়নাধীন রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে তিনি মংলা যান এবং মংলা বন্দর পরিদর্শন করেন।

/এমও/