সুলতানের কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ: ডেপুটি স্পিকার

সুলতান মেলার উদ্বোধন করেন ডেপুটি স্পিকারজাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, ‘চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন বাংলার গৌরব, বাংলার অহংকার। তার (সুলতানের) কৃতিত্ব শুধু নড়াইলে সীমাবদ্ধ ছিল না। সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলেছিলেন তিনি। এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। এ মহান শিল্পীর আঁকা ছবি বিস্ময়কর। চিরদিন স্বরণে রাখার মতো। সুলতানের কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’ নড়াইলে সপ্তাহব্যাপী ’সুলতান মেলা’র উদ্বোধন কালে সোমবার বিকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।বাংলার মানুষ তাদের জীবনের মানোন্নয়নে কিছু পাক এটাই বর্তমান সরকারের লক্ষ্য।দলমত নির্বিশেষে সবাই বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্বীকার করছে।’

তিনি নড়াইলে সুলতানের নামে স্থাপিত সুলতান আর্ট কলেজকে সরকারিকরণের ব্যাপারে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালুর ব্যাপারে চেষ্টা করবেন বলে ঘোষণা দেন।সুলতান মেলায় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে রবিবার (১৫ জানুয়ারি) থেকে মেলা শুরু হলেও সোমবার (১৬ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন মূল ভবনে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।

জেলা প্রশাসন ও  সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজন এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এবং পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান।

মেলা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসবসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার নড়াইলের কৃতি সন্তান ডা. নীহার রঞ্জন গুপ্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ৭৫টি স্টল বসেছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

ভারতের ‘রাইসিনা ডায়ালগে’ এবারও গুরুত্বপূর্ণ বাংলাদেশ
নব্য জেএমবির নতুন কৌশল: কালোজিরা ও মধু বিক্রি