বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

benapole bsf pictur-1বেনাপোল সদর ক্যাম্প অডিটোরিয়ামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার সময় বিএসএফ’র ২০ সদস্যের প্রতিনিধি দলটি ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিএসএফ’র পক্ষে কলকাতা সেক্টর কমান্ডার শ্রী মৃদুল সেনোয়াল দলের নেতৃত্ব দেন। এ সময় বিজিবির পক্ষে খুলনা সেক্টরের কমান্ডার মোহাম্মদ ইকবাল হোসেনের সম্মেলনে উপস্থিত ছিলেন ২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান, ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন এবং মেজর নজরুল ইসলামসহ আরও অনেকে।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ,অস্ত্র চোরাচালান,মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওহাব সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলটি ভারতে ফেরত যাবে।

/বিটি/

আরও পড়ুন:

নিখোঁজ চার নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়?