পুটখালী সীমান্তে ১৮ নারী-পুরুষ ও শিশু আটক

যশোরযশোরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১৮ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এদের মধ্যে ৫ নারী, ৪ পুরুষ ও ৯ শিশু রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পুটখালী চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন পুটখালী সীমান্তের চরের মাঠ দিয়ে বেশ কিছু নারী, পুরুষ ও শিশু ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার কৃষ্ণ ১৮ নারী পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান জানান, পুটখালী বিজিবি সদস্যরা ১৮ জন নারী- পুরুষ ও শিশু থানায় হস্তান্তর করেছেন। শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 


নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া