সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা জেলাসাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম আজাদ নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ঘোনা গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো. রনি।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে আক্তারুল ইসলাম জানান, তাদের ঘোনা বাজারে রড সিমেন্টের দোকান রয়েছে। মোমিনুল তাদের দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল বাকিতে নেয়। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে। সোমবার রাত ৯টার দিকে তার বাবা ঘোনা বাজারে মোমিনুলের কাছে পাওনা টাকা চায়। এতে মোমিনুল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বেধম মারপিট করে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই সাতজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিএল/

আরও পড়ুন:
এসপি বাবুল সম্পর্কে যা বললেন শ্বশুর-শাশুড়ি