এসপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, অতঃপর গ্রেফতার

বিনয় কৃষ্ণ মল্লিকযশোরে পুলিশ সুপারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর মানবাধিকার সংগঠন ‘রাইটস’ যশোরের নির্বাহী পরিচালক, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।

নরসিংদিতে একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন। সোমবার রাত ১২টার দিকে তাকে নরসিংদিতে নিয়ে যাওয়া হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বিনয় কৃষ্ণ মল্লিককে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করা হলেও  প্রথমে পুলিশ তা অস্বীকার করে। পরে রাতে নরসিংদির একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ স্বীকার করে।
এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিনয় কৃষ্ণ মল্লিক প্রেসক্লাবে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিনয় কৃষ্ণ মল্লিক দাবি করেন, যশোর শহরের গাড়িখানা রোডের সরকারি জমি (এপি ২০/৭৩) বরাদ্দ নিয়ে ব্যবসা ও বসবাসকারীদের অনৈতিকভাবে উচ্ছেদের প্রতিবাদ করায় তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিপীড়ন শুরু করেছেন পুলিশ সুপার।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসভবন থেকে সাদা পোশাক ও দু’জন পুলিশের পোশাকে থাকা লোক তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় বলে দাবি করেন বিনয় কৃষ্ণ মল্লিকের ভাই নির্মল মল্লিক ও ছেলে শ্যামল মল্লিক। তবে, পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছিল।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:


যশোর পুলিশ সুপারের বিরুদ্ধে মানবাধিকারকর্মীর সংবাদ সম্মেলন