নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত, ৫ জন আহত

 দুর্ঘটনা

নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে।  নিহত সুমাইয়া খাতুন ওহি (১৮) নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হামিদ।

নিহত সুমাইয়া খাতুন ওহি একডালা এলাকার খোরশেদ আলমের মেয়ে। আহতরা হলেন, মহির উদ্দিনের ছেলে অরণ্য (১৪), আজিজুল হকের মেয়ে ইয়তি (১৪), নূরশেদ আলীর ছেলে জিদান (৯), জাহিদুল ইসলামের স্ত্রী রোজি (২২) ও সিএনজি চালক সিংড়ার শ্রীরামপুরের ফজলুল করিমের ছেলে সাজু (৪০)।  আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হমিদ জানান, কিছুদিন আগে ওহির খালা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। শনিবার মরহুমের বাড়ি সিংড়ায় তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার হয়। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওহি ও তার আত্মীয়রা সিএনজি ভাড়া করে সিংড়ার উদ্যেশ্যে রওনা হয়।  হাইওয়ে পুলিশের ঝামেলা এড়াতে সিএনজিটি বিভিন্ন গ্রামীণ রাস্তা পেরিয়ে ডালসড়ক এলাকার ফিডার রোড দিয়ে দুপুর ১টার দিকে নাটোর-সিংড়া মহাসড়কে উঠছিল। এসময় রংপুর থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস আগমন পরিবহণ নাটোরের দিকে আসার সময় সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহি নিহত ও সিএনজি চালকসহ ৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

তিনি আরও জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/

 আরও পড়তে পারেন: ‘বর্তমান সরকার তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে’