যশোরে জঙ্গি সন্দেহে দুই নারীসহ আটক ৩

Jessore Pic Jongiযশোরে জঙ্গি সন্দেহে দুই নারী ও এক পুরুষকে ধরে নিয়ে গেছে কোতোয়ালি পুলিশ। তাদের সঙ্গে তিন বছরের এক শিশুও রয়েছে। তাদের কাছ থেকে বেশকিছু ধর্মীয় বই উদ্ধার করা হয়।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন খুলনার বয়রা থানা এলাকার কাকমারচর এলাকার আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম, যশোর শহরের শংকরপুর এলাকার অধ্যক্ষ তৈয়েবুর রহমানের স্ত্রী মায়িশা বিলকিস ও হাসান আল মামুনের স্ত্রী নূসরাত পারভীন।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার অধ্যক্ষ তৈয়েবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তার স্ত্রীসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বেশকিছু ধর্মীয় বই উদ্ধার করা হয়।

তিনি বলেন, জঙ্গি সন্দেহে আটক করা হলেও আটককৃতরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/বিএল/

আরও পড়ুন:
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার চার জনের বাড়ি বান্দরবানে

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও সুযোগ নেই: মাহবুব-উল-আলম হানিফ