খুলনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ফাঁসি

খুলনায় অন্তঃস্বত্তা স্ত্রী সাবিনা বেগমকে (২৮) কুপিয়ে হত্যার অভিযোগে আদালত স্বামী লুৎফর শেখকে (৩৫) ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লুৎফর রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। লুৎফর খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এনামুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে স্বামী লুৎফর শেখ তার স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় সাবিনা তিন মাসের অন্তঃস্বত্তা ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় সাবিনার মা সখিনা বেগম ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক লস্কর জাহিদুল ওই বছরের ২১ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট এনামুল হক।

/জেবি/

আরও পড়তে পারেন: দিনাজপুরে দেয়াল চাপায় গৃহকর্তাসহ ২ জন নিহত