‘প্রাথমিক শিক্ষায় গাফিলতি হলে ক্ষমা নেই’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানপ্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় গাফিলতি করলে কাউকে ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বুধবার মংলার জয়মনিতে একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা দেখে মন্ত্রী এই অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী ওই স্কুলটির শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন।

স্কুল পরিদর্শনকালে মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রায় ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। এরমধ্যে ৩০/৩৫টি বিদ্যালয়ের শিক্ষকরা পরস্পর মামলা করায় সেগুলো জাতীয়করণ করা সম্ভব হয়নি।’

প্রধানমন্ত্রীর ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের জাতীয়করণের তালিকায় থাকা মংলার আন্ধারিয়া প্রাথমিক  বিদ্যালয় এখনও জাতীয়করণ হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাগজপত্র ঠিকাঠাক থাকলে এবং কোনও মামলা জটিলতা না থাকলে ঢাকায় ফিরেই  স্বাক্ষর করে দেওয়া হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে বাগেরহাট-২ আসনের সংসদ সংসদ্য অ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ মংলা-রামপালের সংসদ সদস্য তালুকদার আ. খালেক, মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

/এআর/এফএস/ 

আরও পড়ুন- 


বাংলাদেশের রিজার্ভ চুরিতে উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার প্রস্তুতি