জঙ্গি দমনে রাজনৈতিক-সামাজিক প্রতিরোধ গড়তে হবে: মেনন

জঙ্গি দমনে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত প্রতিরোধ গড়ে তুলতে হবে, বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সাতক্ষীরার কুমিরা হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননপর্যটনমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি-জামায়াতের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাদের শাসন আমলে জঙ্গিবাদের বীজ বপন হয়েছিল। সেই জঙ্গিরাই এখন দেশের বিভিন্নস্থানে হামলা চালাচ্ছে।’ ২৫ মার্চ গণহত্যা দিবসে বিএনপি কোনও বিবৃতি না দিয়ে প্রমাণ করেছে তারা জঙ্গিদের পক্ষে বলেও মন্তব্য করেন মেনন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘পাটকেলঘাটা কৃষক প্রধান অঞ্চল। এই অঞ্চল থেকে হাসপাতাল এবং উপজেলা অনেক দূরে। নিম্নবৃত্ত ক্ষেতমজুরের স্বার্থে পাটকেলঘাটাকে উপজেলা করার দাবি বাস্তব সম্মত। আমি ঢাকায় ফিরেই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবো।’

জনসভায় ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি ও পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, নূর আহমদ বকুল ও সদস্য মনোজ সাহা।

/এমও/