বেনাপোলে ২০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার

20170424_140240

বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ২০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। সোমবার বিকালে ওই শাড়িগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পুলিশ ও বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে একটি চোরাচালান চক্র  ভারতীয় শাড়ির চালান নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র এফআইজি ও আরআইবি গোয়েন্দারা একটি প্রাইভেট কারের গতিরোধ করে। পরে প্রাইভেট কারটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ২০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল ওয়াহাব ২০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া শাড়ি বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: কীর্তনখোলায় নৌডুবি: কয়লাবাহী কার্গোর কারণে হুমকির মুখে জলজ প্রাণী