দুই বছর পর ভারত থেকে ফিরলেন ৭ বাংলাদেশি নারী

কাস্টম হাউস বেনাপোলভারতে আটক হওয়ার দুই বছর পর দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি নারী। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফেরত দেয়। এ সময় বিজিবি ও বিএসএফ’র স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা ৭ বাংলাদেশি নারী ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি মাসের দিকে বিনা পাসপোর্টে  ভারতে যান। এরপর মুম্বাই পুলিশের হাতে তারা আটক হন। আটকের পর তাদেরকে পুলিশ জেলহাজতে পাঠায়। সেখান থেকে দেওয়ানা নামে একটি এনজিও তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যেমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ওসি ওমর শরিফ ৭ বাংলাদেশি নারী ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে অভিভাবকের কাছে তুলে দেবে বলে জানা গেছে।’

/এএ/