শ্যামনগরে পাউবো বাঁধে ধস, ক্ষয়ক্ষতির আশঙ্কা

satkhira picসাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে পাউবো বাঁধের কিছু অংশ ধসে পড়েছে। বুধবার বিকালে হরিশখালী হতে মনছুর মল্লিকের বাড়ি পর্যন্ত পাউবো বাঁধে নির্মিত ইটের রাস্তার ৩০০ ফুট খোলপেটুয়া নদীতে ধসে পড়ে।  

খবর পেয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম আলী আযম টিটু স্থানীয় জনগণকে নিয়ে প্রাথমিকভাবে সংস্কার কাজ সম্পন্ন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়ার পরও তারা এখনও কোনও কাজ করেনি।

এদিকে একই ইউনিয়নের শহিদ মোল্যার বাড়ি হতে ডুমুরিয়া খেয়াঘাট পর্যন্ত ২০০ফুট জুড়ে ভাঙন দেখা দিয়েছে। যেকোনও মুহূর্তে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিগগিরই বাঁধের কাজ শুরুর করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইউপি চেয়ারম্যান টিটু।

শ্যামনগরের গাবুরার ১৫ নং পোল্ডারের দায়িত্বরত পাউবো কর্মকর্তা (এসও) মাসুদ রানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তহবিল পেলে শিগগিরই কাজ শুরু হবে।

/এএ/