ঝিনাইদহে জঙ্গি আস্তানার ঘটনায় মামলা

Jhenidah jonggi mamla Photo 18-05-17২২২

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করে র‌্যাব। এ ঘটনায় আটক সেলিম ও প্রান্তকে থানায় সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে ২টি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‌্যাব। মঙ্গলবার অভিযানের শুরুতেই একটি বাড়ির বাঁশ বাগানে মাটির নিচ থেকে ২টি সুইসাইডাল ভেস্ট ও পিভিসি সার্কিট বোর্ড ১৮৬ টি, নিওজেল ১৮ টি, ১টি এন্টিমাইন ও চার ড্রাম বোমা তৈরির রাসায়নিক কেমিক্যাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় আলো স্বল্পতার কারণে ওই দিনের মত অভিযান স্থগিত করা হয়। পরের দিন বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট, কমান্ডো বাহিনী আবারও অভিযান শুরু করে। আড়াই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয় উদ্ধার হওয়া ২টি সুইসাইডাল ভেস্ট ও এন্টি মাইন। পরে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় নারী নিহত