বাগেরহাটে আরও একটি অজগর উদ্ধার

উদ্ধার করা অজগরবাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চালিতাবুনিয়া গ্রামের সেলিম হাওলাদারের মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা সাপটি উদ্ধার করা হয়। পরে বিকালে সুন্দরবনে সেটিকে অবমুক্ত করা হয়।

এর আগে গত ১৯ মে শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় খুড়িয়াখালী গ্রামের ফুলমিয়া হাওলাদারের গোয়াল ঘর থেকে ১৪ ফুট লম্বা আরও একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন বিভাগ জানায়, চালিতাবুনিয়া গ্রামে সকাল ৭টার দিকে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে বাড়ির লোকজন মুরগির ঘরের দরজা খুলে অজগরটি দেখতে পান। খবর পেয়ে টাইগার টিমের ভিটিআরটি সদস্য মো. সরোয়ার হোসেন স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।

অজগরটি একটি হাঁস, তিনটি হাঁসের বাচ্চা ও তিনটি মুরগির বাচ্চা খেয়েছে বলে গৃহকর্তা সরোয়ার হোসেন জানান।

পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, অজগরটি বিকাল ৩টার দিকে বনের ২ নম্বর কম্পার্টমেন্টের ধাবড়ী এলাকায় অবমুক্ত করা হয়েছে। লোকালয় থেকে একের পর এক সাপ ধরাপড়ার বিষয়ে তিনি জানান, সুন্দরবন থেকে সাপগুলো লোকালয়ে ঢুকতে পারে। আবার ঘূর্ণিঝড় সিডর ও আইলার সময় বন থেকে সাপের বাচ্চা লোকালয়ে আটকা পড়ে এখন পরিপূর্ণ সাপে পরিণত হতে পারে।

/বিএল/