সুন্দরবনে ১৫ বছরে ২৬ বার আগুন: নষ্ট হয়েছে ৭৪ একর ভূমি

সুন্দরবনে আগুন

আগুন যেন সুন্দরবনের পিছু ছাড়ছে না। বছর ঘুরতে না ঘুরতে সুন্দরবনের প্রায় একই এলাকায় বার বার আগুন লাগছে। একের পর এক আগুনে ক্ষতবিক্ষত হচ্ছে সুন্দরবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। সুন্দরবনে গত ১৫ বছরে ২৬ বার আগুন লেগেছে। আর এ আগুনে পুড়েছে প্রায় ৭৪ একর বনভূমি। যার সূচনা হয় ২০০২ সালের ২২ মার্চ। সবশেষ আগুন লাগে ২৬ মে। যা ৩০ ঘণ্টা পর ২৭ মে বিকাল সাড়ে ৪টার দিকে নিভানো হয়েছে। সর্বশেষ আগুনে পুড়েছে সাড়ে চার একর বনভূমি।

উল্লেখ্য,২০১৬ সালে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চার বার। এর মধ্যে ২৭ মার্চ ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের সিকদারের ছিলা, ১৩ এপ্রিল পঁচা কোরালিয়া বিলে, ১৮ এপ্রিল আব্দুল্লাহর ছিলায় এবং ২৭ এপ্রিল তুলতলার বিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ১০ একর বন পুড়ে যায়। ২০১৬ সালে একমাসে চার বার অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনকে আসামি করে শরণখোলা থানা ও বাগেরহাট আদালতে ৩টি মামলা দায়ের করে সুন্দরবন বিভাগ। এ মামলায় প্রভাবশালী কিছু ব্যক্তির নামও ছিল। সে সময় বনবিভাগ ১১ জনকে সনাক্ত করেছিল। কিন্তু তাদের গ্রেফতার ও বিচারের মুখোমুখী করা সম্ভব হয়নি।

অপরদিকে, এ বছরের ২৬ মে বেলা ১১টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলি ক্যাম্প সংলগ্ন মাদ্রাসার ছিলা এলাকায় আবারও আগুনের ঘটনা ঘটে। যা লোকালয় থেকে ২ কিলোমিটার গভীরে। এবারও আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদিজ্জামানকে প্রধান করে গঠিত এ কমিটির অন্য ২ জন হলেন, চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান ও ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে বন বিভাগ।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, ‘বনের এ এলাকায় লাগা আগুন শনিবারও বিক্ষিপ্তভাবে জ্বলছিল। বিকেল সাড়ে চারটার দিকে আগুন সম্পূর্ণ নিভানো সম্ভব হয়েছে। আগুনে সাড়ে চার একর ‘বলা’ বন পুড়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)সাইদুল ইসলাম বলেন,‘বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী আগুন সম্পূর্ণ নিভাতে সক্ষম হয়েছে। আগুনে বনের কিছু লতা-পাতা পুড়েছে। কোনও গাছপালার ক্ষতি হয়নি।’

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারীতে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার