মোরার প্রভাবে মংলা বন্দরে আজও পণ্য ওঠা-নামা বন্ধ

30-05-17ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে মংলা বন্দরে পণ্য ওঠা-নামার কাজ। মংলা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত বলবৎ থাকায় মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে কোনও কাজ হয়নি এখানে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দরটি।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লা বাংলা ট্রিবিউনকে জানান, বন্দরে এই মুহূর্তে সার, ক্লিংকার, মেশিনারি এবং কয়লাসহ মোট ৯টি বিদেশি জাহাজ অবস্থান করছে। সিগনাল থাকায় সেসব জাহাজে কাজ শুরু করা যায়নি। দুর্যোগ কেটে গেলে জাহাজে পণ্য ওঠা-নামার কাজ শুরু হবে।

তবে এ দিন মংলা বন্দর থেকে আন্তর্জাতিক নৌরুটসহ অভ্যন্তরীন নৌরুটে নৌযান চলাচল শুরু করতে দেখা যায়।

এদিকে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার উপকূলীয় এলাকায় আঘাত হানায় মংলা উপকূলীয় এলাকায় আতঙ্ক কিছুটা কমেছে। এ খবরে মঙ্গলবার সকালে জয়মনি, সুন্দরবন, চিলা এবং বুড়িডাঙ্গা সাইক্লোন শেল্টার থেকে প্রায় ৬ হাজার দুর্গতরা ফিরতে শুরু করেছে বলে জানান তিনি।

/বিএল/