বাগেরহাটে মোরা’র প্রভাবে বৃষ্টিপাত শুরু, বাড়ি ফিরে যাচ্ছেন উপকূলবাসী

 P_20170530_142452

ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন থাকলেও দুপুর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলোতে বৃষ্টিপাত বেশি হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলা বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়ে ছিল। বাতিল করা হয় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি। খোলা হয় ১০টি কন্ট্রোল রুম, গঠন করা হয় ৮৩টি মেডিক্যাল টিম। জেলায় ২৩৪টি সাইক্লোন সেল্টার খোলা হয়। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলোও লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করে।

P_20170530_142542

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যার আগ থেকে বাগেরহাটের চার উপজেলার প্রায় ৩৪ হাজার মানুষ আশ্রায় কেন্দ্রে উঠে। মঙ্গলবার সকালে আবহাওয়া স্বভাবিক হতে শুরু করলে আশ্রয় নেওয়া মানুষ নিজ নিজ ঘর-বাড়িতে ফিরে যেতে শুরু করেছে। তারপরও তাদের সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে।

অন্যদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ওলিউল্লাহ জানান, মংলা বন্দরে ঘূর্ণিঝড় ‘মোরা’র তেমন কোনও প্রভাব পড়েনি। মাঝে মাঝে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে সতর্ক সংকেত ৫ এর নিচে না আসায় বন্দরের পণ্য উঠা-নামা বন্ধ রাখা হয়েছে। আজ (৩০ মে)দিন শেষে সতর্ক সংকেত নামলে কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: 'মোরা’র আঘাতে ৬ জনের মৃত্যু