সীমান্তে হত্যার শিকার দুই কিশোরের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ২ বাংলাদেশি কিশোরের লাশ এখনও ফেরত দেয়নি। লাশ ফেরৎ না পাওয়ায় নিহত দুই কিশোরের পরিবারে চলছে শোকের মাতম।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কিশোর সোহেল ও হারুন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়েছে। বুধবার দ্বিতীয় দফা পতাকা বৈঠক হবে। এরপর লাশ ফেরত পাওয়া যাবে বলে আশা করছেন। নিহত ২ জনের মৃতদেহ বর্তমানে কৃষ্ণপুর হাসপাতাল মর্গে রয়েছে বলে বিজিবি জানিয়েছে ।

মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশি একটি দল মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। ফেরার পথে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল তরফদার ও হারুন ঘটনাস্থলেই নিহত হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই