ঈদে টানা ৯ দিনের ছুটি ভোমরা স্থলবন্দরে, বন্ধ থাকবে আমদানি-রফতানি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। গত শুক্রবার (২৩ জুন) সকাল থেকে শুরু হয়েছে এই ছুটি, যা চলবে আগামী শনিবার (৩০ জুলাই) পর্যন্ত। রবিবার থেকে এখানে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দরে সহকারী কমিশনারের কার্যালয়ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, ঈদের সরকারি ছুটি তিনদিনের সঙ্গে আরও একাধিক উপলক্ষ্য যুক্ত করে গত ২৩ জুন থেকে আগামী ১ জুলাই পর্যন্ত টানা ৯ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে বন্ধ থাকবে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কার্যক্রমও।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম জানান, সরকারি ছুটি তিনদিনসহ ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা গত ২৩ জুন শুক্রবার থেকে আগামী ১ জুলাই পর্যন্ত টানা ৯ দিন তারা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন বলে আমাদের জানিয়েছেন।

তিনি আরও জানান, এর ফলে এই ৯ দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এই সময়ে বৈধ পাসপোর্টধারীরা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত ও বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।

/এমও/