খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ, আহত ৩ পুলিশ সদস্য

 

বন্দুকযুদ্ধখুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে ‍পুলিশ। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি, ২টি রামদা ও ১টি শাবল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দেলোয়ারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খুলনার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির এ তথ্য জানান।

ওসি জানান, দেলোয়ারের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা প্রচেষ্টা, ডাকাতি ও মাদকসহ ৫টি মামলা রয়েছে।   সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ জানতে পারে একদল ডাকাত দৌলতপুর কল্পতরু মার্কেটের মাঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে পুলিশের একটি দল কল্পতরু মার্কেটের মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়িভাবে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতদের গুলি দেলোয়ার হোসেনের হাঁটুতে বিদ্ধ হয়। কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে হাটুতে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি, ২টি রামদা ও ১টি শাবল উদ্ধার করা হয়। এ সময় কনস্টেবল হালিম, উপ-পরিদর্শক আরাফাত হোসেন ও ব্যটালিয়ন আনসার সদস্য মাহবুব অহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

/ এমএনএইচ/