কথা রেখেছেন ইউএনও

হতদরিদ্র ইষ্টমকে বয়স্ক ভাতার কার্ড দিচ্ছেন কালীগঞ্জের ইউএনও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমান কথা রেখেছেন। ‘কালীগঞ্জে তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড শিরোনামে’ রবিবার বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সেই কার্ডটি বাতিল করে ইষ্টম নামে এক হতদরিদ্রকে দিয়ে তিনি কথা রেখেছেন। ওই সংবাদে তিন তলা বাড়ির মালিক বয়স্ক ভাতার কার্ড পেলেও একই এলাকার দরিদ্র,অসহায় ইষ্টমের ভাগ্যে বয়স্ক ভাতার কার্ড জোটেনি বলে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ইষ্টমকে ডেকে তার হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন ইউএনও ছাদেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মানবাধিকার কর্মী ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।

প্রসঙ্গত, ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহার বয়স্ক ভাতার কার্ড পাওয়ার খবরটি রবিবার বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়। সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়ার পর সোমবার নিশি কান্তের সেই কার্ডটি বাতিল করে ইষ্টম নামের দরিদ্র ব্যক্তিকে দেওয়ার কথা জানান ইউএনও।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড!