সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে হরিশখালি গ্রামের খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, দীর্ঘদিন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলার পরও তারা কোনও পদক্ষেপ নেয়নি। বৃহস্পতিবার ভোর রাতে প্রবল জোয়ারের চাপে বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে প্রতাপনগর ও হরিশখালি গ্রাম প্লাবিত হয়। শুক্রবার সকালে এলাকাবাসী সেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কার করেছে। তবে দুপুরে আবার জোয়ার আসলে কী হবে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডকে ঘটনাটি রাতেই বলা হলে তার এখনও পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেননি।

এ ব্যাপরে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।