ঝিনাইদহে ২০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক তিন

আটককৃতরা ঝিনাইদহ সদরে একটি চালের দোকান থেকে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জসিম উদ্দিনসহ তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে শহরের বাঘা যতিন সড়কে  মধু এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে ওই চাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলা শহরের মধু এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকানে  খাদ্য গুদামের সরকারি চাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই দোকানের গুদাম থেকে ২০০ বস্তা চাল জব্দ করা হয়। তখন দোকানের মালিক পালিয়ে গেলেও দুই কর্মচারীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৬ ঝিনাইদহের সদস্যরা।

আরও পড়ুন:
প্রতিদিন কেজিতে ২ টাকা করে বেড়েছে চালের দাম