যশোরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

৫৫

যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকা থেকে ২৭০ পিস উন্নত মানের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে নাভারণ রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শাড়িগুলো জব্দ করা হয়। বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব শাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা নাভারণ রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ২৭০ পিস ভারতীয় শাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়িগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হবে।

 আরও পড়তে পারেন: পাঁচ দিনে চালের দাম কমেছে কেজি প্রতি ১৫ টাকা