ষড়যন্ত্র বানচাল করে সঠিক সময়ে নির্বাচন করা সরকারের চ্যালেঞ্জ: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুষড়যন্ত্রকে বানচাল করে সঠিক সময়ে নির্বাচন করা সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সরকারের একটি ইস্যু পরিবর্তন কৌশল মাত্র’ বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খালেদা জিয়া যদি গণতন্ত্র বিশ্বাস করেন, তাহলে আদালতে হাজির হবেন। কেননা তিনি আইনের ঊর্ধ্বে নন। তাই আইনের কাছে তার নিজেকে সোপর্দ করা উচিত।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল আহমেদ, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

আরও পড়ুন:

‘ডিম তো পেলামই না, উল্টো মার খেলাম’