সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধসুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে শরনখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক সোহেল রানা প্রিন্স জানান, নিহত দস্যু মোক্তার মোল্লা ছিল বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।    

তিনি বলেন, ‘সোমবার ভোরে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের শৈলা খালে বনদস্যু লিটন বাহিনী সশস্ত্র অবস্থায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় লিটন বাহিনী। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধের পর একপর্যায়ে পিছু হটে তারা। পরে ঘটনাস্থল থেকে মোক্তার মোল্লার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‌্যাব।’

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ডাবল ব্যারেল ও একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটা রাইফেল, দুটি ওয়ানশুটার গান  এবং ১৬ টি পাইপগানসহ ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। মোক্তারের লাশ শরনখোলা থানায় হস্তান্তর করা হবে।