তিন দিনের রিমান্ডে জঙ্গি মারজানের বোন

জঙ্গি মারজানের বোন খাদিজারাজধানীর হলি আর্টিজান হামলার অন্যতম হোতা নিহত মারজানের বোন খাদিজা আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ অক্টোবর) খাদিজাকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতে দেন।


এর আগে ৯ অক্টোবর পুলিশ তিন শিশু সন্তানসহ খাদিজাকে আটক করে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদের পেছনের একটি ভাড়া বাসা থেকে। পরদিন ১০ অক্টোবর পুলিশ খাদিজাকে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের রিমান্ডের আবেদন করে। আদালত ১৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে খাদিজাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নির্ধারিত দিন ১৯ অক্টোবর আসামিপক্ষে কোনও আইনজীবী না থাকায় আদালত ২৩ অক্টোবর রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
গত ৯ অক্টোবর খাদিজাকে আটকের পর তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। মারজানের বোন খাদিজা নব্য জেএমবির সদস্য বলে পুলিশের দাবি। খাদিজাকে আটকের সময় তার সঙ্গে তিন শিশু সন্তান ছিল। 
আটকের দিনই খাদিজার দুটি শিশু সন্তানকে নানা-নানির হেফাজতে দেয় পুলিশ। তবে দুই বছরের শিশু রাজুকে খাদিজার কাছেই রাখা হয়েছে।

এ সংক্রান্ত আগের খবর:


যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হবে: পুলিশ সুপার




















যশোরের আস্তানায় জঙ্গি মারজানের বোন থাকতে পারে: ডিআইজি
জঙ্গি আস্তানার ভবন থেকে পাঁচটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে: পুলিশ সুপার