জুম্মার নামাজের টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষে আহতঝিনাইদহের শৈলকুপায় জুম্মার নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতস্থানীয়রা জানায়, কাকুরিয়া গ্রামের মসজিদে জুম্মার নামাজের সময় টাকা তোলাকে কেন্দ্র করে ওই গ্রামের লাল্টু বিশ্বাস ও রাব্বি মোল্লার মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ মসজিদের ভেতরেই মারামারি শুরু করে। পরবর্তীতে উভয় গ্রুপের লোকজন দেশীয় লাঠিসোটা, ঢাল, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় কাকুরিয়া গ্রামের বকুল মোল্লা (৫০), আকিদুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম, শফি মোল্লা, রবিউল মোল্লা, ভুলু মোল্লা, কবির মোল্লা, লাল্টু মোল্লা (৬০) ও চায়না বেগম (৩৭)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।