বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়াকুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে রাইস মিলে বয়লার বিস্ফোরণে সাবিয়া খাতুন নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হন। রবিবার সন্ধ্যায় স্থানীয় দাউদ মণ্ডল রাইস মিলে বয়লারে ধান সিদ্ধকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিন মণ্ডল এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় নিহত সাবিয়া খাতুনসহ আরও দুই শ্রমিক ওই বয়লারে ধান সিদ্ধের কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই বয়লারটি বিস্ফোরিত হলে সাবিয়া খাতুনসহ আরও দুই শ্রমিক দগ্ধ হন। দগ্ধ সাবিয়াসহ তিন জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিয়াকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে কুষ্টিয়ার কুমারখালীতে তার মৃত্যু হয়। দগ্ধ অপর দু’জন হলেন রামেলা খাতুন ও সামছুল হক। তারা সবাই দাউদ মণ্ডল রাইস মিলের শ্রমিক।

বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন মণ্ডল জানান, বয়লার বিস্ফোরণে সাবিয়া গুরুতর দগ্ধ হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজধানী ঢাকার উদ্দেশে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে কুমারখালী অতিক্রম করার সময় সাবিয়ার মৃত্যু হয়।