যশোরে সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সাংবাদিক আনন্দ দাসযশোরে সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় যশোর সদরের চাঁচড়া বর্মণপাড়া বিলের পাশে এ ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দ দাস যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথার অ্যাসাইনমেন্ট এডিটর। তিনি যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের শিবপদ দাসের ছেলে। বর্তমানে যশোর শহরের ষষ্ঠিতলা এলাকার বসবাস করেন।
আনন্দ দাস জানান, সন্ধ্যায় তিনি চাঁচড়া বর্মণপাড়ার মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত তাকে পাশে বিলের কাছে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের গোড়ালি, বাম হাতের কব্জি ও গলায় আঘাত করে। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।
কারা, কী কারণে জখম করেছে তা বলতে পারেননি তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
১২বর্মণপাড়ার হোটেল ব্যবসায়ী অনুপ বসু সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকা থেকে একজন তাকে খবর দেন, বিলের মধ্যে কাদামাটি লাগানো এক ব্যক্তি পড়ে আছে। এ সময় আমি স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্ত দিতে হবে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল বাশার জানান, খবর শুনে তিনি হাসপাতালে গিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।