বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ছিনতাই

যশোরযশোর সদর উপজেলায় আবু সাঈদ সবুজ নামে এক বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৯ লক্ষাধিক টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিকাশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর সত্য নারায়ণ মজুমদার জানান, বিকাশ প্রতিনিধি সবুজ ক্যান্টনমেন্ট এলাকার বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। ক্ষিতিবদিয়া রেলক্রসিং পার হয়ে যশোর-ঝিনাইদহ সড়কে উঠার সময় তিন মোটরসাইকেলে সাত দুর্বৃত্ত সবুজের গতিরোধ এবং তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। একজন সবুজের মাথায় পিস্তল ঠেকায় এবং টাকা ভর্তি ব্যাগ কেড়ে নেয়। এ সময় সে বাধা দিতে গেলে অন্য এক দুর্বৃত্ত তার পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং পালিয়ে যায়।  ব্যাগের মধ্যে ৯ লাখ ৪০ হাজার ৫০০ টাকা ছিল।’

তিনি জানান, ঘটনার পর সবুজ যশোর শহরে আসেন এবং যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে পুলিশকে ঘটনাটি জানিয়ে থানায় এজাহার দেন।

তিনি আরও বলেন, 'দুর্বৃত্তদের মধ্যে তিনজন একটি পালসার ব্র্যান্ডের, দুইজন অ্যাপাচি ব্র্যান্ডের এবং বাকি দুইজন একটি প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেলে ছিল।' 

ওসি একেএম আজমল হুদা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।