ইবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে দুইজনের কারাদণ্ড

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ফেরদৌস হাসান জয় এবং যশোর এম এম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাব্বির রহমান।ফেরদৌস নাটোরের জিউপাড়ার ফিরোজ আহমদের ছেলে এবং সাব্বির যশোরের বাঘারপাড়া থানার পুকরিয়া গ্রামের বাবর আলীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল জানান, দণ্ডপ্রাপ্ত ফেরদৌস দেবাশীষ সরকার নামে এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল। আর সাব্বির রহমান শৈলকুপার তন্ময় রহমানের হয়ে পরীক্ষা দিতে আসে। তারা প্রত্যেকে ৫০ হাজার টাকা চুক্তিতে ভর্তি পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়। তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন- ১৯৮০ এর ৩ নং ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।