ফেনসিডিল ও কাভার্ডভ্যানসহ আটক ২

Jessore

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে অভিযান চালিয়ে এক হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া থেকে তাদের আটক করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো,ঝিকরগাছা উপজেলার গদখালী কাশিয়ানি গ্রামের আবুবক্কার সিদ্দিকীর ছেলে জাকির হোসেন (৩৫) ও একই উপজেলার কৃষ্ণনগর মাঠপাড়ার মৃত ইব্রহিম গাজির ছেলে সজল হোসেন (২৫)। আটক ফেনসিডিল বহনকারী কাভার্ডভ্যানটি হলো (যশোর-ড-১১-০৩৯৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবীর বলেন, ‘আমাদের কাছে গোপন খবর ছিল যে, মাদকের বড় একটি চালান যশোর-ঝিকরগাছা থেকে সাতক্ষীরা পাচার হচ্ছে। সোর্সের দেওয়া সংবাদ অনুযায়ী আমরা বাগআঁচড়া মোড়ে অবস্থান নিই। ভোর পাঁচটার দিকে কাভার্ডভ্যানটি নির্ধারিত স্থানে এলে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।’ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন: দলীয় প্রতীকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন: সেতুমন্ত্রী