সুন্দরবনে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, সুমন বাহিনীর ৩ দস্যু নিহত

সুজন বাহিনীর কাছ থেকে জব্দ করা অস্ত্র
সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সঙ্গে বনদস্যু সুমন বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে তিন বনদস্যু নিহত হয়েছেন। শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর সুখপাড়া চর এলাকায় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল প্রায় সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত এ গোলাগুলি চলে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছেন।

র‌্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা মেজর সোহেল রানা প্রিন্স বলেন, ‘শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর সুখপাড়া চর এলাকায় বনদস্যুরা ঘাঁটি করেছে বলে জেলেদের কাছ থেকে খবর পাই। এরপরই আমরা অভিযান চালাই। ঘটনাস্থলে পৌঁছালে সুমন বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ৮টা ৪০ থেকে ৯টা ২০ পর্যন্ত এ গুলি বিনিময় চলে। পরে ঘটনাস্থল তল্লাশি করে তিন দস্যুর মরদেহ পাওয়া যায়। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।’

নিহতরা হলেন, মো. জাকারিয়া সরদার (৩০), মো. জুলফিকার শেখ (৩৫), মো. খোকন মিনা (৪৩)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি র‌্যাবের এ কর্মকর্তা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ২টি সিঙ্গেল ব্যারেল ও ১টি কাটা রাইফেল, ১টি পাইপগান, ৪টি দেশি অস্ত্র ও ৩৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিন দস্যুর লাশ ও অস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান।