আগামী নির্বাচনে সব দল অংশ নেবে: সিইসি

সিইসি কে এম নূরুল হুদাআগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে তিনি এই আশা প্রকাশ করেন।
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনও সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশাসনিক জটিলতা, নদীভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।’

সিইসি আরও বলেন, ‘অক্টোবর মাস থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যেকোনও সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।’

এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক বিষয়। সরকারই এর সিদ্ধান্ত নেবে।’

এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানিয়েছেন, সিইসি নুরুল হুদা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে রাত্রিযাপন করবেন এবং পরদিন মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে শ্যামনগর ত্যাগ করবেন।