প্রকৃতি ও উন্নয়ন পরস্পরবিরোধী নয়: যশোরে কাজী নাবিল

যশোরে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদযশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘প্রকৃতি ও উন্নয়ন পরস্পরবিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। যশোর রোডের ধারে শতবর্ষী যেসব গাছ রয়েছে তার মধ্যে অনেক গাছই নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে। রাস্তা তৈরির পরও একটি নির্দিষ্ট দূরত্বে ফের বৃক্ষরোপণের সিদ্ধান্ত সরকার অবশ্যই নেবে।’ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘১৩শ’ শতাব্দীতে রাস্তার পাশে গাছ লাগানো হতো। কেননা সেইসময় এতো অত্যাধুনিক যানবাহন ছিল না। তখন রাস্তার ধারে গাছ লাগানো হতো পথিকদের ছায়ার নিচে বিশ্রাম নেওয়ার বিষয়টি মাথায় রেখে। কিন্তু এখন আধুনিক সময়ে বিশ্বের উন্নত রাষ্ট্রে হাইওয়ের পাশে গাছ রাখা হয় না। কারণ গাছের শেকড়, ডাল, পাতা রাস্তা নষ্টের অন্যতম কারণ।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষও হাইওয়ের কারণে সেখানকার গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। এটি আসলে ভারত কিংবা বাংলাদেশের বিষয় না। যশোর- বেনাপোলের এই সড়কটি আন্তর্জাতিক সড়ক। সেকারণে বিশেষজ্ঞদের মতামত অনুসারেই এই মহাসড়কের প্রশস্ত করার কাজ সম্পাদন করা হচ্ছে। এটি পর্যায়ক্রমে চতুর্থ ও ষষ্ঠ লেনের রাস্তা হবে।’

প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন সাংবাদিক নেতা মনোতোষ বসু, আমিনুর রহমান মামুন, সাইফুর রহমান সাইফ, এম আইউব, কাজী আশরাফুল আজাদ, জুয়েল মৃধা, রিমন খান, সাকিরুল কবীর রিটন, ইন্দ্রজিৎ রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু প্রমুখ।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি প্রেসক্লাব ভবনের অসমাপ্ত তৃতীয় ও চতুর্থ তলা শিগগিরই সম্পন্ন করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তিনি ক্লাব ভবনটি পরিদর্শন করেন।