পান বিক্রি করে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

ঝিনাইদহঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জালাল উদ্দীন (৪২) নামে এক পান বিক্রেতা নিহত হয়েছেন। শহরের সরকারি কেশব চন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

জালালের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাশিপুর গ্রামে।

স্থানীয় ইউপি মেম্বার রবিউল ইসলাম রবিন জানান, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের সাপ্তাহিক হাটে জালাল পান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের কেশব চন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোবাইল, টাকা ও বাইসাইকেলে ছিনিয়ে নিতে চায়। জালাল বাধা দিলে তারা তার বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় শিকদার মার্কেটের নাইটগার্ড ও টহল পুলিশ জালালকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

জালালের ভাতিজা মনোয়ার হোসেন জানান, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান,ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চলছে। আশা করা যায় দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে।